আগুন নিয়ন্ত্রণে কাজ করছে যারা
আইএসপিআর বলেছে, আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও মানবাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। তবে কাল ১০টার দিকে আগুনের সার্বিক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার মাইন উদ্দিন।
তিনি বলেন, নয়টা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন বাড়েনি। তবে পুরোপুরি নির্বাপণ হতে সময় লাগবে। ধারণা করা হচ্ছে তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩০ ইউনিট কাজ করছে।