Breaking News

পড়াশোনার পাশাপাশি মুরগিতে মাসে আয় ৬০ হাজার টাকা

সাজ্জাদুল ইসলাম আপনের (২০) জন্ম ও বেড়ে ওঠা বগুড়ার গাবতলীতে। বাবা মো আব্দুল কাইয়ুম তরফদার একজন স্টেশনারি ব্যবসায়ী ও মা মোছা. স্বপ্না বেগম গৃহিণী। মেধাবী ছাত্র আপন বগুড়া জিলা স্কুল থেকে ২০১৭ সালে জিপিএ ফাইভ পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হন।

এরপর ২০১৯ সালে বগুড়া সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক পাস করেন। বর্তমানে তিনি গাইবান্ধা সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র। দুই ভাইয়ের মধ্যে আপন বড়।আপন পড়াশোনার পাশাপাশি অনলাইনে মুরগির ব্যবসা করেন। ফেসবুকে ‘শখের মুরগিওয়ালা’ পেজ খুলে তার পথচলা শুরু। অনলাইনেই মুরগি বেঁচে আপন মাসে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করেন। এ দিয়ে তার পড়ালেখার পাশাপাশি পরিবারকেও সাহায্য করেন।

শুরুর গল্প
আপন ২০১৯ সাল থেকে পড়াশোনার জন্য মেসে থাকতেন। মেসে থাকা অবস্থায় হঠাৎ করেই করোনা মহামারি শুরু হয়। এসময় মেস বন্ধ হয়ে যায়। তখন আপন বাসায় চলে আসেন। আপনের আগে থেকেই বাসায় কিছু কবুতর এবং শখের পাখি ছিল। আপন জানান, আগে থেকেই তার পশুপাখি ভালোলাগতো। করোনার সময় সবাই গৃহবন্দি কাটিয়েছে। তখন আপন গৃহবন্দি থেকেও কবুতর, শখের পাখির পরিচর্যা এবং পড়াশোনা চালিয়ে যান। .........বিস্তারি পড়ুন