জয়পুরহাটে অবৈধ দোকানপাট সরাতে নোটিশের পরও উঠছে নতুন স্থাপনা
জয়পুরহাট শহরে পাঁচুর মোড়ে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে তিন সপ্তাহ আগে তিন দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ টাঙিয়েছিল জেলা পরিষদ। তবে দোকানপাট না সরিয়ে উল্টো সেখানে নতুন করে দোকান নির্মাণ হচ্ছে। জেলা পরিষদের বেঁধে দেওয়া সেই তিন দিনের সময় যেন শেষই হচ্ছে না; আবার কোনো ব্যবস্থাও নিচ্ছে না। গতকাল রোববারও সেখানে ওই নোটিশ টাঙানো ছিল।
জেলা পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের প্রাণকেন্দ্র পাঁচুর মোড়ে জেলা পরিষদের জায়গায় স্থায়ী দোকানপাট গড়ে উঠেছিল। সেখানে আলিশান নামে একটি হোটেল ছিল। এ কারণে জায়গাটি ভাঙা আলিশান নামে পরিচিত। পাঁচ-সাত বছর আগে আলিশান হোটেলসহ অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। সেখানে স্বাধীনতা চত্বর নির্মাণের উদ্যোগ নেয় জেলা পরিষদ। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকায় সেখানে অস্থায়ী দোকানপাট তৈরি করে অনেকে। স্বাধীনতা চত্বর নির্মাণকাজের দরপত্র আহ্বান করার পর সেখান থেকে দোকানপাট সরিয়ে নেওয়া হয়। তবে স্বাধীনতা চত্বরের নির্মাণকাজ নানা জটিলতায় আটকে যায়। এরপর সেখানে আবারও অস্থায়ী দোকানপাট নির্মাণ করা হয়। .......... বিস্তারিত পড়ুন