নির্বাচনকালীন সরকার কেমন হবে সেটি প্রধানমন্ত্রীর ইচ্ছা : আইনমন্ত্রী

You can search newspapers of all Countries including Bangladesh, India, Pakistan, America, Australia on this site.
মঙ্গলবার (১৭ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষের সামনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। এটা প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন তার কতজন মন্ত্রী নির্বাচনকালীন সময়ে প্রয়োজন। যদি তার সবাইকে প্রয়োজন থাকে, সবাই থাকবেন। আর যদি তিনি মনে করেন তিনি ছোট আকারে করতে পারেন, সেটা তার ইচ্ছা। সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে।”
শ্রম আইন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এখন যে সংশোধনীগুলো আছে সেটার বিষয়ে আইএলও’র কিছু বক্তব্য আছে। আইএলও কান্ট্রি ডিরেক্টর তাদের বক্তব্য তুলে ধরেছেন, আমরা সেটা শুনেছি। কিছু কিছু ব্যাপারে আজ সমাধান করে ফেলেছি। আর কিছু বিষয়ে আগামী ২২ অক্টোবর ফের আলাপ-আলোচনায় বসব। ..
Barisal Division | Chittagong Division | Dhaka Division |
Khulna Division | Mymensingh Division | Rajshahi Division |
Rangpur Division | Sylhet Division | Cox's Bazar |
BD News 24 | Jago News 24 | Dhaka Post | BD24Live |
Rising BD | BD Morning | BBC Bangla | Barta 24 |
Bangla Tribune | Zoom Bangla | Daily Bangladesh | UNB |