Breaking News

পানি-বিদ্যুৎহীন গাজা, ফুরিয়ে আসছে খাবার-চিকিৎসা সামগ্রী

অবরুদ্ধ গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, উপত্যকায় আর মাত্র চার থেকে পাঁচ দিনের খাবার ও চিকিৎসা সামগ্রী মজুত আছে। ডব্লিউএফপি জানায়, ফিলিস্তিনের অঞ্চলটির খাদ্যগুদামে এরই মধ্যে টান পড়েছে। আর দোকানগুলোতে পরিস্থিতি আরও খারাপ।

সংস্থাটির মধ্যপ্রাচ্য বিষয়ক মুখপাত্র আবির ইতেফা কায়রো থেকে ভিডিও লিংকের মাধ্যমে সাংবাদিকদের বলেন, “গাজার পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। বিশেষ করে মানবিক ও খাদ্য নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পাইকারি বিক্রেতাদের কাছে প্রয়োজনীয় খাদ্যপণ্যের যে মজুত আছে, তা দিয়ে নাগরিকদের দুই সপ্তাহের চাহিদা মিটবে।”

“কিন্তু দোকানগুলোতে মজুত কমে আসছে। হয়ত চার-পাঁচ দিনের খাবার মজুত বাকি আছে।”

এদিকে, হামাস-নিয়ন্ত্রিত গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। পূর্ণ মাত্রায় স্থল আক্রমণের প্রস্তুতি হিসেবে সীমান্তে কয়েক হাজার সৈন্য মোতায়েন করেছে তেল আবিব।

উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

আবির ইতেফা বলেন, “জ্বালানি ও নিরাপত্তা সঙ্কটে গাজা উপত্যকায় পাঁচটি ময়দা মিল বন্ধ হয়েছে। এতে রুটির সরবরাহ কমে গেছে। ফলে নাগরিকরা রুটি পেতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছে। গাজায় ডব্লিউএফপি পরিচালিত ২৩টি বেকারির মধ্যে মাত্র চারটি চালু আছে। গাজার মধ্যে আমাদের খাদ্য সরবরাহ সীমিত হয়ে পড়েছে।...