আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করলে ছাড় নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মতে, “যারা কলকাঠি নাড়ায় তারা বেঈমানদের ব্যবহার করে, রাখে না।” তিনি বলেছেন, “জাতির পিতাকে হত্যার পর বেঈমান মুনাফিক খন্দকার মোশতাক জিয়াউর রহমানের সহায়তায় ক্ষমতা দখল করে, কিন্তু টিকতে পারেনি। পেছন থেকে যারা কলকাঠি নাড়ায় তারা বেঈমানদের ব্যবহার করে, রাখে না। মোস্তাককে বিদায় নিতে হয়।”
শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবী মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, “মোস্তাককে বিদায় নিতে হয়। আসল চেহারা বেরিয়ে আসে জিয়াউর রহমানের। একাধারে সেনাপ্রধান সঙ্গে সঙ্গে আবার নিজেকে রাষ্টপতি ঘোষণা দেয়। জিয়াউর রহমান জনগণের ভোট চুরি করে, নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করে, এরপর দল গঠন করে। জনগণের ভোট কারচুপি করে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ দিয়ে সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে।.....