Breaking News

ওরা গ্রামে বসে ট্রল করে, আমি আমেরিকায় সময় কাটাই : জায়েদ খান

ঢাকাই শোবিজের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তার যেকোনো এক্টিভিটি দর্শক ও অনুরাগীদের “হাসির খোরাক” জোগায়। দর্শক মেতে ওঠেন জায়েদ খানের কোনো অভিনয়, মন্তব্য বা কাজকর্মে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেন এই অভিনেতা।

এমনকি তাকে সবসময় আলোচনার মধ্যে রাখার স্বীকৃতিস্বরূপ ট্রলকারীদের গরু জবাই করে খাওয়ানোর ইচ্ছার কথাও জানান তিনি। তবে বিরক্তিও আছে। তিনি মনে করেন, “তাকে নিয়ে ট্রলকারীদের স্বভাবই এমন।” বললেন, “ওরা যখন আমাকে নিয়ে ট্রল করে বা হা হা রিয়্যাক্ট দেয়, তখন আমি যুক্তরাষ্ট্রে বসে সময় কাটাই।” তিনি অনেক সময় ট্রলকারীদের ফেসবুকে ব্লকও করেন।

ট্রল নিয়ে, হা হা রিয়্যাক্ট নিয়ে তার কাছে জানতে চেয়েছিল সংবাদমাধ্যম প্রথম আলো। সংবাদমাধ্যমটির সঙ্গে কথা বলার সময় এই বিষয়গুলোর অবতারণা করেন তিনি।

জায়েদ খানের ভাষ্য, “আমার খুব ইচ্ছা, একদিন তাদের একটা গরু জবাই করে রান্না করে খাওয়াই। তারা আমাকে এত এত ট্রল করে মানুষের কাছাকাছি পৌঁছে দিচ্ছেন। যারা আমাকে চিনতেন না, তাদের চিনিয়ে দিচ্ছেন।.....